স্টাফ রিপোর্টার: শুক্রবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় জেলার চিলমারী উপজেলধীন রমনা ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের ডানতীর সংরক্ষন প্রকল্প ফেজ-৩ এর কাজের শুভ উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
বিকালে তিনি ব্রহ্মপুত্র নদের কুল ঘেঁসে জোড়গাছ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রতিরক্ষা প্রকল্পের ৩ নং ফেজের ৬৬.৪৪০ কিলোমিটার হতে ৬৭.০৪০ কিলোমিটার পর্যন্ত মোট ৬০০ মিটার এলাকার তীর সংরক্ষণ প্রকল্প কাজের ভিত্তি স্থাপন করেন। উক্ত প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৩ লক্ষ টাকা প্রায়। আগামী ৩১ মে’২০২১ইং তারিখে প্রকল্পটির কাজ শেষ হওয়ারা কথা রয়েছে। প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ডানতীর বরাবর উল্লেখিত কার্য এলাকায় ১ লাখ ৮ হাজার ১শত ৭৩ টি জিও ব্যাগ ফেলা হবে এবং সিসি বøক দিয়ে ডাম্পিং করা হবে।
আনুষ্ঠানিক ভাবে ফলক উদ্বোধনের পর নদীর তীরে তৈরী মঞ্চে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আ’লীগ চিলমারী শাখার সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বাপাউবো, রংপুর প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম মোঃ আরিফুল ইসলাম, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডবিøউ এম রায়হান শাহ্, উপজেলা পরিষেদ ভাইস চেয়ারম্যান ও আ’লীগ চিলমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার এবং রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ।
Leave a Reply