গোলাম মোস্তফা রাঙ্গা: ১৬ ডিসেম্বর রবিবার বিজয় দিবস ও জাতীয় দিবস/১৯ কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগেও নানান আয়োজনে বিজয় দিবস ও জাতীয় দিবস/১৯ পালিত হয়। সুর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্তম্বে ফুলের শ্রদ্ধা জানানো এবং কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত কুজকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন ও পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খান। জেলার বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও মোহড়ায় অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগেও স্টেডিয়ামে প্যারেডে অংশগ্রহণ এবং জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান এবং জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, বিভিন্ন গার্ডে অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসারসহ বাহিনীর সদস্য-সদস্যাগণ।
গাইবান্ধা জেলাতেও যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হয়। সুর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এরপর গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধায় অবস্থিত শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে কুজকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক, গাইবান্ধা। জেলার বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও মোহড়ায় অংশগ্রহণ করেন। এ উপলক্ষে অন্যান্য দপ্তরের মত গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র উদ্দ্যেগেও সুর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে স্টেডিয়ামে প্যারেডে অংশগ্রহণ ও আনসার ও ভিডিপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম, গাইবান্ধা সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন গার্ডে অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসার এবং বাহিনীর সদস্য-সদস্যাগণ।
Leave a Reply