নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আজ সীমান্তে কিশোরী ফেলানী হত্যার একযুগ। ২০১১ সালের ৭ জানুয়ারী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উত্তর অনন্তপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পেড়িয়ে দেশে ফেরার সময় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে প্রাণ হারিয়ে ঝুলে ছিল তার মৃতদেহ।
এ ঘটনায় আজো কাঙ্খিত বিচার পায়নি তার পরিবার। বাবা নূরুল ইসলাম ও মা জাহানারা বেগম বলেন, সেদিনের দু:সহ স্মৃতির কথা ভুলতে পারেননি তারা। চোখের সামনে তাদের মেয়েকে পাখির মত গুলি করে মেরেছে। এখনও ঘুমের মধ্যে তার আত্মচিৎকার শুনতে পান। গভীর রাতে আচমকা ঘুম ভেঙ্গে যায়। বিষাদে ভরে যায় মন। মেয়ে হত্যার বিচার চেয়ে মানবাধিকার সংস্থাসহ বহু জনের কাছে গেছেন কিন্তু ১২ বছরেও কাঙ্খিত বিচার পাননি।
তারা সুষ্ঠ বিচার চান। দুই দেশের সরকারের কাছে আবেদন ফেলানী হত্যার সুষ্ঠু বিচার যেন তারা করে দেয়। বিচারের অপেক্ষায় এখন আছেন। এদিকে গত কয়েক বছরের মত এবারও আগামীকাল শনিবার বেলা ১১ টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে ঢাকাস্থ নাগরিক পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন।
তিনি জানান, এর মাধ্যমে তারা ফেলানী হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি, ফেলানীর পরিবারসহ সীমান্ত আগ্রাসনে ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তি ও তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপুরণ প্রদান, ঢাকা উত্তর সিটি করপোরেশন পার্ক রোডের নাম ফেলানী সরণী রাখার দাবি জানাবেন।
উল্লেখ্য ২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ি উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে ৯৪৭ নং আন্তর্জাতিক ৩ নং সাব পিলারের পাশ দিয়ে মই বেয়ে কাঁটাতার ডিঙিয়ে বাবার সাথে দেশে ফিরছিল নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামের কিশোরি ফেলানী। এ সময় টহলরত ভারতের চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষ তাকে গুলি করে হত্যা করে।
Leave a Reply