ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আবহাওয়া অনুকূল থাকায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষি। ক্ষেতের ফসল দেখে তাদের মুখে এখন হাসি ফুটেছে। আর কয়েকদিন পার হলে সরিষা তোলার ধুম পড়বে তাদের ঘরে। সরিষা উঠানোর পর ওই জমিতে ইরিবোরো ক্ষেত লাগাবেন তারা।
বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার হাবিবপুর এলাকার আমজাদ আলী জানান, ৫বিঘা জমিতে সরিষা চাষ করা হয়েছে। গত বছর এক বিঘা জমিতে সরিষার চাষ করে লাভবান হওয়ায় এ বছর বেশি জমিতে সরিষার চাষ করা হয়েছে। সরিষার ফুল শেষে বড় বড় বীজ দেখা যাচ্ছে।
ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর এলাকার সরিষার চাষি শাহ আলম মিয়া জানান, তিন বিঘা জমিতে সরিষা চাষ করেছি। এখন পর্যন্ত জমিতে কোনও সমস্যা দেখা যায়নি। বরং সুন্দর আর স্বাস্থ্যবান বীজের দেখা পাওয়া যাচ্ছে। এতে ভালো ফলন পেয়ে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, একাধিক কৃষক আরও জানিয়েছেন অন্যান্য ফসলের মতো সরিষা আবাদে তেমন শ্রমের প্রয়োজন হয় না। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ফসল ঘরে তোলার জন্য পরিবারে পুরুষের পাশাপাশি নারী, বৃদ্ধ ও শিশু সদস্যরাও নিয়মিতভাবে কাজ করেন। সে জন্য অল্প খরচে বেশি লাভ হচ্ছে সরিষায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় ফুলবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে চলতি বছরে সরিষা চাষাবাদ করা হয় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে। এসব জমিতে বিনা-৪, বিনা ৯, বারী-৭ বারী ১৯ ও বিনা ১১ জাতের সরিষা রয়েছে। তার মধ্যে উপজেলায় ২১টি প্রর্দশনী রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন জানান, চলতি বছরে ফুলবাড়ী উপজেরায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় সরিষার ক্ষেত ভাল দেখা যাচ্ছে। বিঘা প্রতি মাত্র তিন চার হাজার টাকা খরচ করে প্রায় ৮ থেকে ১০ মণ করে সরিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে কৃষকের।
Leave a Reply