নুরবক্ত আলী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার ৪র্থ বর্ষপূর্তী ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন। উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মিজানুর রহমান লিটন এর সভাপতিত্বে ও দৈনিক সময়ের আলো’র উলিপুর প্রতিনিধি এম সাহেব আলী মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো. আব্দুর রহিম, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি নুরবক্ত আলী, ফিরোজ কবির কাজল সহ প্রমুখ।
Leave a Reply