স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে সাংবাদিক, সুশীল সমাজ, বেসরকারি খাত ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় বহুখাত ভিত্তিক অংশীজনদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে কর্ডএইড ও আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত সাসটেইন অপার্চুনিটিজ ফর নিউট্রিশন গভার্নেন্স (সংগ) প্রকল্পের উদ্যোগে পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় বহুখাত ভিত্তিক অংশীজনদের করণীয় বিষয়ক কর্মশালায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোঃ সাদেকুল ইসলাম, কর্ডএইডের নিউট্রিশন গভার্নেন্স এডভাইজার মোঃ মনিরুজ্জামান মুকুল মুল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য রাখেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ, সংগ প্রকল্পের চিলমারী উপজেলা সমন্বয়কারী মোঃ আহসান কবীর বুলু, টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়, সলিডারিটির নির্বাহী পরিচালক এস, এম হারুন অর রশীদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক ফারুক ও কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নুর বখত প্রমুখ। কর্মশালায় কুড়িগ্রাম সদর, চিলমারী, রৌমারী, রাজিবপুর, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও রাজারহাটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply