এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে সরকারিভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে চিলমারী উপজেলার এলএসডি গোডাউনে সরাসরি কৃষকের নিকট হতে ধান ও মিলারদের মাধ্যমে চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আলাউদ্দিন বসুনিয়া, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন ও মিল চাতাল মালিক বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হক হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। এবছর চিলমারী উপজেলায় ৩০টাকা কেজি দরে মোট ৫‘শ ৯০ মেট্রিক টন ধান ও ৪৪ টাকা কেজি দরে মোট ১ হাজার ৪শ‘ ২৩ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৯জন মিলার চাল সরবরাহ করবেন। এ অভিযান চলবে ৩১ আগষ্ট, ২০২৩ পর্যন্ত।
Leave a Reply