বিনোদন ডেস্ক: সাখওয়াত সাগর একজন মডেল ও অভিনেতা। তবে সম্প্রতি নতুন একটি খÐ নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। এর নাম ‘বেহায়া জামাই’। এ নাটকটিতে তার নির্দেশনায় চলচ্চিত্রের অভিনয়শিল্পী রিনা খান অভিনয় করেছেন। পরিবারিক ও হাসির কাহিনীর এ নাটকে রিনা খানের পাশাপাশি আরো অভিনয় করেছেন অভি, তানজিন তন্দ্রা ও সীমান্ত। এটি খুব শিগগিরই যে কোনো বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
সুভাষ দত্তের ‘সোহাগ মিলন’ চলচ্চিত্রের মাধ্যমে আশির দশকের শুরুতে ঢাকাই চলচ্চিত্রে আসেন রিনা খান। যার প্রকৃত নাম সেলিনা। জন্ম ঢাকা হলেও আদি নিবাস ফরিদপুর। প্রায় ছয়শরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সবশেষ উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্রে গত বছর কাজ করেন এ অভিনেত্রী। ১৯৮২ সালেই সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ চলচ্চিত্রে সৎবোন হিসেবে খল চরিত্রে অভিনয় করার পর বেশ সাড়া পান রিনা খান।
Leave a Reply