আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে গোসল করতে নেমে বায়েজিদ মিয়া (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল ৭ জুলাই শুক্রবার বিকেলের দিকে কয়েকটি শিশুর সাথে বায়েজিদ গোসল করতে নেমে নিখোঁজ হয়। শিশুটি ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের শালমারা এলাকার বাদশা মিয়ার ছেলে। নিখোঁজ বায়েজিদ শিলখুড়ি ইউনিয়নের পাগলার হাট বাজার হাফেজিয়া মাদ্রসার ছাত্র। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করেন। পরিবার ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলের দিকে কয়েকটি শিশুর সাথে বায়েজিদ গোসল করতে শালমারা এলাকার দুধকুমার নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে নদের পানিতে তলিয়ে নিখোঁজ হয়। এ ঘটনার পর পরিবারের সদস্য ও এলাকাবাসী শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।তাঁকে উদ্ধার করতে না পেয়ে পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেয়।রাত নয়টা পযন্ত বায়েজিদ কে খুঁজে পাওয়া যায়নি। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়েছে। রাতে শিশুটিকে খুঁজে পাওয়া না গেলেও আজ শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করা হবে।
Leave a Reply