আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছিঁচকে চোর কে আটক করেছে ব্যবসায়ীরা। জানাযায়, ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে পাটেশ্বরী বাজার নামক স্থানে কয়েক মাস যাবৎ চুরির ঘটনা ঘটে।ব্যবসায়ীরা জানান, ৪/৫ মাস থেকে পাটেশ্বরী বাজারে কয়েকটি মুূদির দোকান চুরি হয়। কে বা কারা চুরির সাথে জড়িত তারা বুজতে পারছেনা।গতকাল সোমবার বিকেলে উপজেলার বাসষ্টানে মুদির দোকানে চুরি হওয়া ১৪০০ হাজার টাকা মালামাল বিক্রি করার সময় হাতে নাতে এক যুবককে আটক করেছে ব্যবসায়ীরা। ছিঁচকে চোরের নাম জাহিদুল ইসলাম (৩০) তার বাবার নামঃ সৈর উদ্দিন। তিনি পাইকেরছড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের রেল গেইট পাড়ার বাসিন্দা। ব্যবসায়ী ফজলে রাব্বি বলেন, এক সপ্তাহ আগে আমার মুদির দোকান চুরি হয়। স্থানীয় যুবক জাহিদুল ইসলাম কে সন্দেহ হয়। পরে আমরা ব্যবসায়ীরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন হাট বাজারে মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে এমন তথ্য ও চুরির মালামালের বর্ননা দেই। গতকাল সোমবার বিকেলে চুরি হওয়া মালামাল ভূরুঙ্গামারী বাসষ্টানে মুদির দোকানে বিক্রির সময় হাতে নাতে যুবককে আটক করা হয়। পরে আটক যুবক স্কীকার করেন তিনি চুরির সাথে জড়িত। তিনি আরও বলেন, তার বাড়িতে চুরির কিছু মালামাল আছে। পরে ব্যাবসায়ীরা তাঁকে সাথে নিয়ে তার বাড়ি থেকে নগদ তিন কাটন সিগারেট,৩৫ টি লাক্স সাবান,৫০০ পিচ সান সিল্ক স্যাম্পু,২০ প্যাকেট হুইল সাবানসহ প্রায় ১০ হাজার টাকার মালামাল উদ্ধার করেন।পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৪/৫ মাসে পাটেশ্বরী বাজারে চুরির ঘটনা ঘটেছে। এমন অভিযোগ আমার কাছে এসেছ। যুবককে ইউনিয়ন পরিষদে আটক রাখা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চোরের বিচার করা হবে।
Leave a Reply