আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা ও বই মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ শে জুলাই বৃহস্পতিবার উপজেলা প্রশাসন,ভূরুঙ্গামারীর ব্যবস্হাপনায়,উপজেলা পরিষদ চত্বরে বাংলা একাডেমির সমন্বয় ও জাতীয় গ্রন্হ কেন্দ্রের সহযোগিতায় দুইদিন ব্যাপী উপজেলা সাহিত্য মেলা ২০২৩, ও বই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা সাহিত্য মেলা ও বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আছলাম হোসেন সওদাগর মাননীয় জাতীয় সংসদ সদস্য ২৫ কুড়িগ্রাম -১। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন, চেয়ারম্যান উপজেলা পরিষদ ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। জনাব দীপক কুমার দেব শর্মা উপজেলা নির্বাহী অফিসার ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম। প্রধান বক্তা জনাব কে ুএম মেহেদী হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি। সভাপতিত্ব করেন জনাব মোঃ মিনহাজুল ইসলাম, উপপরিচালক, স্হানীয় সরকার, কুড়িগ্রাম। আরও উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক জনাব প্রফেসর মোঃ মোজাম্মেল হক, সাবেক ট্রেজারার,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর ও সাবেক অধ্যক্ষ, কারমাইকেল কলেজ রংপুর। আলোচক জনাব মোঃ আবু যোবায়ের আল মুকুল, উপাধ্যক্ষ,উলিপুর সরকারি কলেজ কুড়িগ্রাম। প্রশিক্ষক জনাব এস এম আব্রাহাম লিংকন, বিজ্ঞ পি,পি কুড়িগ্রাম ( একুশে পদক প্রাপ্ত)। জনাব ইউসুফ আলমগীর, সাহিত্যিক ও সাংবাদিক, কুড়িগ্রাম প্রমুখ। সাহিত্য মেলায় লেখকদের নাম নিবন্ধনসহ স্হানীয় কবি সাহিত্যক, সাংবাদিক,কলামিষ্ট, প্রাবন্ধিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বক্তব্যে আছলাম হোসেন সওদাগর এমপি বলেন, তরুণ প্রজন্মকে অধিক পরিমাণে বই পড়তে হবে। বই পড়ে কেউ দেউলিয়া হয়নি বরং অনেকে বই পড়ে জ্ঞানী হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply