
নুরবক্ত আলী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজম আলী (৪৯) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি চিলমারী উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখায় কর্মরত ছিলেন এবং উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের হাজীর বাজার এলাকার মৃত আবুল কাশেম মিস্ত্রির ছেলে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে আজম আলী তাঁর নিজ বসত ঘরে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিক্ষক আজম আলীর মৃত্যুর খবরে তার কর্মস্থল চিলমারী উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে থানাহাট এ, ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল হকসহ সকল শিক্ষক-কর্মচারী, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Leave a Reply