এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ্ সরকার, উপজেলা মৎস্য অফিসার মোঃ নুরুজ্জামান খান, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ সাওরাত হোসেন সোহেল, আরডিআরএস বাংলাদেশের সংগ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ আহসানুল কবীর বুলু, কর্ডএইড এর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আরডিআরএস বাংলাদেশ ও কর্ডএইড কর্তৃক বাস্তবায়িত সাসটেইন অপার্চুনিটি ফর নিউট্রিশন গভার্নেস (সংগ) প্রকল্পের আওতায় অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন, পুষ্টি পরিকল্পনা ও বিভিন্ন তথ্য বিএনএনসি ওয়েক পোর্টালে সরবরাহ করা ও কো-অপট সদস্য অন্তর্ভূক্তকরণ বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply