আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা পদযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার সকালে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ভূরুঙ্গামারী কলেজ মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলিত শিক্ষক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ বাবুল আক্তার, অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ আব্দুল মজিদ ও প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সভায় বক্তব্য রাখেন।
পরে মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়।
Leave a Reply