আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা মঙ্গল শোভাযাত্রা উৎযাপন করেছেন। ৫ ই সেপ্টেম্বর বুধবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র প্রসাদ, ভূরুঙ্গামারী পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা ও সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা বক্তব্য রাখেন।
Leave a Reply