নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোলাপ খাঁ শিশু সদন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। গোলাপ খাঁ ট্রাস্টের আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গোলাপ খাঁ শিশু সদনের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম খাঁনের সভাপতিত্বে এ সময় আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা, থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান, গোলাপ খাঁ শিশু সদনের পরিচালক বিলকিছ বানু, শিক্ষক সব্যসাচি সাহা প্রমুখ।
Leave a Reply