আজকের তারিখ- Thu-09-05-2024
 **   চিলমারীতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে জাপার প্রার্থী শাহীন বিজয়ী **   ড্রাইভারের ভুলে শিশুর মৃত্যু, ক্ষমা করে দিলেন বাংলাদেশি বাবা **   জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী **   কালবৈশাখী ঝড়ের শঙ্কায় আরও তিন দিনের সতর্কতা **   ‘মা লো মা’ গান নিয়ে বিতর্ক নিয়ে কোক স্টুডিও’র ভিন্ন কথা **   আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর **   অনুমোদনবিহীন কেমিক্যাল দিয়ে ফল পাকানো কার্যক্রম প্রতিরোধে অভিযান **   ইমরানেরর স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের আদেশ **   এস্ট্রোজেনেকা টিকায় কোনো পার্শপ্রতিক্রিয়া পাইনি: স্বাস্থ্যমন্ত্রী **   নিলামে উঠছে ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপের গোল্ডেন বল ট্রফি

ফাইনালের লড়াইয়ে সমানে সমান রাজশাহী-চট্টগ্রাম

স্পোর্টস ডেক্স: দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টা মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস। ফাইনালে ওঠার মিশনে সফল হতে চেষ্টা করবে তারা। শক্তি ও সামর্থ্যের দিক থেকে দু’দলই প্রায় সমান। উভয় শিবিরেই দেশি-বিদেশি তারকা ক্রিকেটার আছে। সন্ধ্যার শিশির ভেজা কন্ডিশনে মানিয়ে নিয়ে যে দল ছন্দ দেখাবে, জয়ের পাল্লা তাদের দিকেই হেলার সম্ভাবনা বেশি।

টপঅর্ডার

রাজাশাহীর ওপেনিং জুটিতে আছেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন। এই জুটি দারুণ ক্রিকেট খেলছে। প্রথম কোয়ালিফায়ারে তারা ফেল করাতেই মূলত খুলনার কাছে হেরেছে রাজশাহী। লিটন ও আফিফের জুটি হলে প্রতিপক্ষ বোলারদের বিপর্যস্ত করে দিতে পারেন। এই দু’জনের সঙ্গে পাকিস্তানের শোয়েব মালিক আর অলক কাপালীকে নিয়ে রাজশাহীর টপঅর্ডার দারুণ ভারসাম্যপূর্ণ।

চট্টগ্রামের টপঅর্ডারও ভালো খেলছে। ক্রিস গেইল, জিয়াউর রহমান, ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহকে নিয়ে মজবুত ব্যাটিং লাইনআপ দলটির। তবে নকআউট এ ম্যাচে ফোকাস থাকবে ক্রিস গেইলের ওপর। ক্যারিবিয়ান এই ইউনিভার্সাল বসের কাছে একটা বড় ইনিংস পাওনা হয়ে গেছে চট্টগ্রামের।

মিডলঅর্ডার

টি২০ ম্যাচে মিডলঅর্ডারের ভূমিকা গুরুত্বপূর্ণ। টপঅর্ডার ব্যাটসম্যানরা প্রত্যাশিত খেলা খেলতে না পারলে মিডলঅর্ডার হাল ধরতে হয়। মিডলঅর্ডারে চট্টগ্রামের চেয়ে এগিয়ে রাখতে হবে রাজশাহীকে। রবি বোপরা, আন্দ্রে রাসেল, ফরহাদ রেজারা ভয়ঙ্কর।

চট্টগ্রামের মিডলঅর্ডার অতটা শক্তিশালী বা ধারাবাহিক না হলেও হেলা করার সুযোগ নেই। উইন্ডিজ চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, আসিলা গুনারত্নে, রায়াদ এমরিট নিজেদের দিনে ঝড় তুলতে পারেন।

লোয়ার অর্ডার

২০ ওভারের ক্রিকেটে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের খুব একটা ব্যাট করার সুযোগ হয় না। বোলাররাই সাধারণত লোয়ার অর্ডারে ব্যাট করেন। লেটঅর্ডার ব্যাটসম্যানের তুলনায় গেলে চট্টগ্রামের চেয়ে রাজশাহীর ব্যাটিং শক্তিশালী। তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ প্রয়োজনের সময় ব্যাটিংটা ভালোই করেন। রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মেহেদী হাসান রানাদের নিয়ে চট্টগ্রামের লোয়ার অর্ডার ব্যাটিং লাইনআপ।

বোলিং

চট্টগ্রাম নির্দিষ্ট পাঁচ-ছয়জন বোলারের ওপর নির্ভরশীল। পেস বোলার রুবেল হোসেন ও মেহেদী হাসান রানার ওপর বেশি নির্ভরশীল তারা। স্পিনে মাহমুদুল্লাহ আর নাসুম রান চেক দিতে পারেন। রাজশাহীর পুরো ইউনিটই বোলিং। বেশিরভাগ ম্যাচেই ২০ ওভারের জন্য সাত-আটজন বোলার ব্যবহার করেছেন আন্দ্রে রাসেল। এই ম্যাচে গেইলকে শুরুতেই থামাতে চেষ্টা করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )