কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদীতীরবর্তি নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষিজীবি পরিবারকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে তিস্তা নদী তীরবর্তি উপজেলা রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে পুনর্বাসনের গৃহস্থালী উপকরণ এবং মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন।
রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, ইউএনডিপির পরামর্শদাতা অর্ধে›ন্ধু শেখর রায়, উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ইউএনডিপির কুড়িগ্রাম প্রতিনিধি সানাউল ইসলাম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার, ঘড়িয়াল ডাঙ্গার ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, ইউএনডিপি কর্মকর্তা শাহ জাহিদুর রহমান ও সাউদিয়া আনোয়ার।
আয়োজকরা জানান, ইউএনডিপির অর্থায়নে জেলার রাজারহাট, কুড়িগ্রাম সদর, উলিপুর, চিলমারী, নাগেশ^রী ও ভুরুঙ্গামারী উপজেলার ২৭টি ইউনিয়নের ২৪শত ২২টি পরিবারকে এই সহায়তা দেয়া হয়।
ইউএনডিপি কুড়িগ্রাম প্রতিনিধি সানাউল ইসলাম জানান, ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদী তীরে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ যে সব পরিবারের প্রধান মুলত: নারী তাদের প্রত্যেককে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ৭হাজার ৫শত নগদ অর্থ এবং ২টি মশারী, বেলচা, হাতুরি ও করাতসহ বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়।
Leave a Reply