এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা এইড কুমিল্লা‘র উদ্যোগে জ্ঞান অর্জন উৎসব সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীনের সভাপতিত্বে ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে এ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপ্মেন্ট-কুমিল্লা (এইড কুমিল্লা) বাস্তবায়িত স্ট্রেন্দেনিং কমিউনিটিজ/ ইম্প্রুভিং লাইভস্ এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় জ্ঞান অর্জন উৎসব সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক মোঃ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম চৌধুরী, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন ও রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। সভায় জানানো হয়, এইড কুমিল্লা গত ২০২১ সাল থেকে চিলমারী উপজেলায় এই প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় চিলমারী উপজেলায় দরিদ্র জনগণকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন।
Leave a Reply