স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চিলমারী মডেল থানার মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার চিলমারী মডেল থানার জিডি নং-২৬০, তাং- ০৫ অক্টোবর, ২০২৩ইং মূলে চিলমারী মডেল থানার মামলা নং- ২ তাং- ০৫/১০/২৩ইং মূলে মাদক ব্যবসায়ী মোঃ নূর হোসেন ওরফে রকেট (৩৬), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং- জোড়গাছ নতুন বাজার ও মো: আবুল কালাম (৩২), পিতা- মোহাম্মদ আলী, সাং: কাশেম বাজার, থানা: সুন্দরগঞ্জ, জেলা: গাইবান্ধাকে চিলমারী সরকারি কলেজে মোড়ের দক্ষিণ দিকে নতুন রাস্তা থেকে গ্রেফতার করা হয়। একজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। অপরদিকে জিআর ৫১/২২ ওয়ারেন্ট মূলে দীর্ঘদিন যাবত পলাতক থাকা আসামি মোঃ আহামদ আলী @আহমদ (৫১), পিতা- মৃত জামাল উদ্দিন সাং: রমনা (খামার), থানা: চিলমারী, জেলা: কুড়িগ্রামকে সিরাজগঞ্জ জেলার চৌহালী থানা এলাকা হতে গ্রেফতার করে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন বলে জানান চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম।
Leave a Reply