স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন আহবায়ক কমিটি অনুমোদিত হওয়ায় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড মোড় থেকে সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে নতুন কমিটির আহবায়ক আবু হোসাইন সিদ্দিক রানার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠন নেতা কর্মীরা।
এর আগে গত ৮ অক্টোবর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম ও কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খান শাহীন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বাক্ষরিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আবু হোসাইন সিদ্দিক রানাকে আহবায়ক এবং মাহমুদুল হাসান বাবু, একে.এম নাদিরুজ্জামান রাসেল ও সোহেল রানা সাদ্দামকে যুগ্ম আহবায়ক করা হয়।
চিঠিতে চিলমারী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি পুর্নগঠন করা হয়।
Leave a Reply