এস, এম নুআস: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে চিলমারীতে দুর্যোগের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি, এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগের মহড়া প্রদর্শণ করে। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ খবরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
Leave a Reply