এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্র নাথ বর্মন, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কর্ণধর বর্মা, সাধারণ সম্পাদক ডাঃ সলিল কুমার বর্মণ প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, এবছর চিলমারী উপজেলার থানাহাট, রাণীগঞ্জ ও রমনা ইউনিয়নে মোট ৩২টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি পূজামন্ডপে পোশাকধারী পুলিশ, আনসার ও ভিডিপি ছাড়াও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কাজ করবে। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, পূজা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যূৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
Leave a Reply