Posted In:
খেলাধুলা | Posted on: 10/11/2023 at 6:46 PM |
No Comment
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল আজিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে রমনা মডেল ইউনিয়নের ভেলকা মন্ডলের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে নৌকার মনোয়ন প্রত্যাশি ডা. ফারুকুল ইসলাম ফারুক।
ফাইনাল খেলায় উপজেলার একই ইউনিয়নের দুই দল জোড়গাছ মন্ডল পাড়া ফুটবল একাদ্বশ ও নয়া বালাজান ফুটবল একাদ্বশ অংশগ্রহন করে। ১-১ গোল সমতায় খেলা শেষ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এতে জোড়গাছ মন্ডল পাড়া ফুটবল একাদ্বশ ৪-২ গোলে নয়া বালাজান ফুটবল একাদ্বশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে ট্রফি ও প্রাইজমানি আট হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজমানি দেয়া হয় পাঁচ হাজার টাকা।
এ সময় ইঞ্জিনিয়ার মোঃ তুহিন মিয়া, ইউপি সদস্য মোঃ রফিয়ল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ আনোয়ার পলাশ, রেজাউল কবীর খুশুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। মেসার্স আব্দুল আজিজ অটো ফ্লাওয়ার মিলস‘র সার্বিক সহযোগীতায় খেলার আয়োজন করে জোড়গাছ মন্ডলপাড়া ফুটবল একাদ্বশ।
Post Views:
402
Leave a Reply