আরিফুল ইসলাম সুজন: কুড়িগ্রামের চিলমারীতে সারাদেশের ন্যায় কেবিনেট ক্যাপ্টেন নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার এর একমাত্র কন্যা মোছাঃ নাফিসা তাসনিম সরকার নোভা কেবিনেট ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিলমারী উপজেলার সব ক‘টি মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী জানান, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮‘শ ৪৬জন ভোটারের মধ্যে ৭‘শ ৮৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৭‘শ ৬৫। নির্বাচনে বিজয়ীরা হলো, ষষ্ঠ শ্রেণিতে রুকাইয়া আক্তার ৫‘শ ৭ভোট, ৭ম শ্রেণিতে মোছাঃ নাফিসা তাসনিম সরকার নোভা ৬‘শ ২০ভোট, হ্যাপি খাতুন ৬‘শ ৫ ভোট, ৮ম শ্রেণিতে নুসরাত জাহান ৬‘শ ১৮ভোট, জিনাত আলম তারিন ৬‘শ ৯ ভোট, ৯ম শ্রেণিতে আনিকা ইয়াসমিন ৫‘শ ৯৮ভোট, ১০ম শ্রেণিতে মোছাঃ শিল্পী খাতুন ৬‘শ ৮০ ভোট ও মোছাঃ আসিয়া খাতুন ৬‘শ ৩ ভোট। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী জানান, চিলমারী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply