যুগের খবর ডেস্ক: সারাদেশে আনন্দোৎসবের মধ্য দিয়ে উযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করা হয়ে থাকে। আজ সোমবার বড়দিন উপলক্ষে সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় গির্জাগুলোকে সাজানো হয়েছে বর্ণিলভাবে। প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজশাহী: ধর্মীও নানা অনুষ্ঠানাদির মধ্যে দিয়ে বিভাগীয় শহর রাজশাহীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। গত রবিবার রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যেদিয়ে শুরু হয় এই উৎসবের। আজ সকালে নগরীর বাগানপাড়া ক্যাথেড্রাল ধর্মপল্লী ও কাজিহাটা গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সকাল থেকেই গির্জাগুলোতে খ্রিস্টধর্মাবলম্বীদের সব বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গির্জায় বড়দিনের প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী গীর্জার পুরোহীত বিশপ জেরভার রোজারিও। যুদ্ধ নয় শান্তির বার্তা পৌঁছায়ে দিতে সবাইকে কাজ করার আহব্বান নিয়েছেন রাজশাহী উত্তম মেষপালক গীর্জার বিশপ।
রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথলিক গীর্জায় বড়দিনের অনুষ্ঠানে উত্তম মেষপালক গীর্জার বিশপ জেলোয়াস রোজারিও বলেন, ‘ফিলিস্তিনে যুদ্ধ, সংঘর্ষ ও মৃত্যু দ্রুত বন্ধ করুন, শান্তি ফিরে আনুন পবিত্র ভূমি জেরুজালেমে।’ এছাড়া বড়দিন উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয় সার্বজনীন প্রার্থনা, গান, নৃত্য, বড়দিনের তাৎপর্য নিয়ে আলোচনা সভা।
গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন। আজ বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর শহরের ৮টি স্থায়ী ও ৫টি অস্থায়ী চার্চে বর্ণিল সাঁজে সাঁজানো হয়েছে। বাইবেলা পাঠ, উপসনা সঙ্গীত, কেককাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়। পরিদর্শন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়।
বড়দিন উপলক্ষে রামগোপালপুরে প্রেসবিটেরিয়ান চার্চ লর্ড লাভ বাংলাদেশ মিশন ট্রাস্টে যিশু খ্র্রিস্টের জন্ম ও ধর্মীয় আলোচনায় প্রধান বয়ান দেন পাস্টর হিরা লাল দাশ। ধর্মীয় উপাসনা শেষে প্রতিবেশী ও বিভিন্ন ধর্মালম্বীদের কৌশল বিনিময় করেন। এ চার্চে প্রায় দেড়শ পরিবার একইসঙ্গে বড়দিন উদযাপন করেন। ধর্মীয় আলোচনায় অংশ নেন পাস্টর হিরালাল দাশ, সাধারণ সম্পাদক হেনরী ইনক দাশ, হেনরি বিপ্লব খ্রিস্ট দাস, হেনরি হিল্টন উত্তম দাশ, রবার্ট রতন দাস, কৌশল্যা রাণী দাশ, ফ্লোরেন্স মালা কুমারী, সুমি ডায়েস, রিনা ডায়েস, রিচার্ড ডায়েস, নয়মী ডায়েস, কোয়েল দাশ, বাড়িওয়ালাপাড়া গীর্জার এলবার্ট বাদল দে, মেরী রায়, শিবানী রানী বিশ্বাস, বাবুল চন্দ্র দাস প্রমুখ। বড়দিন ঘিরে চার্চে উপাসনার ব্যবস্থা করা, কেক কাটা, বাহারি পিঠা তৈরি, নানা ধরনের খাবার রান্না, ঘরের সাজসজ্জা পরিবর্তন, আত্মীয়র বাড়িতে উপহার পাঠানো ও বেড়ানো, আড্ডার বিষয়গুলো চিরায়ত। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় বলেন, বড়দিন উদযাপন উপলক্ষে চার্চগুলোতো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিলো। উৎসবমুখর পরিবেশে এ ধর্মালম্বীরা বড়দিন উদযাপন করেছেন।
ঝিনাইগাতী: খ্রিস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শেরপুরে ঝিনাইগাতীতে ১৮টি ধর্মপল্লীতে পালন করা হচ্ছে। রবিবার রাতে নিশি জাগরণী খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে উৎসবের সূচনা করা হয়। আজ সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ধর্মপল্লীগুলোতে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। দিবসটি জাঁকজমকভাবে আধিবাসী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার বারুয়ামারীর সাধু জর্জের ধর্মপল্লী, মরিয়মনগরসহ ১৮টি স্থানে একই সময়ে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে। মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার বিপুল ডেবিড দাস (সিএসসি) পালপোরহীত। ‘শুভ বড়দিন’ নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা। খ্রীস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করাসহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।
Leave a Reply