যুগের খবর ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়ে পালিয়ে গেছে।
আজ শুক্রবার বিকাল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
জনসভার মঞ্চে উঠেই ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, খেলা হবে, কিন্তু খেলা কার সঙ্গে হবে? বিএনপি কোথায়? বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়ে পালিয়ে গেছে। খেলা হবে ১ হাজার ৮৯৫ প্রার্থীর মধ্যে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোথায় গেল বিএনপির একদফা? পল্টনের খাদে হারিয়ে গেছে বিএনপির একদফা।
এর আগে, সকাল ৯টার দিকে বরিশালের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাঁচ বছর পর আজ বরিশাল গেলেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন বোন শেখ রেহানাও।
Leave a Reply