রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ২৬ কু্ড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান খন্দকার।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল ৩ টায় অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার এবিএম আরিফুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের উপাধ্যক্ষ সাজেদুর মন্ডল চাঁদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা নীলুফা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, উপজেলা হিসাবরক্ষণ অফিসার মোঃ আরফানুল আলম, ওসি এলএসডি শরীফ আহমেদ, পিআইও মোঃ আসাদুজ্জামান, এলজিইডি উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান মন্ডল, উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আরিফুল ইসলাম লাভলু, উপজেলা সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জাহিদুল ইসলাম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল নোমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ।
Leave a Reply