স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে সফিকুল- সাফিমুল হুদা মৌমিক মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে দুইটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম
দুপুরে উপজেলার নয়াবাড়ী প্রকৌশলী মতিয়ার রহমান হাফিজিয়া মাদ্রাসার ৩০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ট্রাষ্টের পক্ষে প্রধান অতিথি ৩০টি কম্বল বিতরন করেন। এরপর নয়াবাড়ি ইদগাহ মাঠে প্রায় শতাধিক শীতার্তদের মাঝে তিনি ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করেন। এছাড়াও বনবিভাগ মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রীদের মাঝেও ট্রাস্ট্রের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। এ সময় নয়াবাড়ী জামে মসজিদের সভাপতি আলম বাদশা ও সাধারন সম্পাদক রুস্তম আলী, ট্রাস্টের পরিচালক নাজমুল হুদা পারভেজ, সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply