স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের অধীনে হাট-বাজার হস্তান্তর, পরিচালনা এবং ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চিলমারীর উদ্যোগে উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, প্রভাতি প্রকল্প কুড়িগ্রামের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ সাব্বিরুল ইনাম, মার্কেট সুপারভিশন অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, মনিটরিং অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহকারী মাঠ প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, জোড়গাছ হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ দুলু মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় জোড়গাছ হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply