স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমুখ বক্তব্য রাখেন। ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে আগামী ৬ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃক্তা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তবক অর্পন এবং সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply