আজকের তারিখ- Sat-27-04-2024
 **   দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর **   ‘আমার শরীর নিয়ে আমি গর্বিত’ **   কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার **   নাগেশ্বরীতে হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ **   রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান **   ভূরুঙ্গামারীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় **   চিলমারীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় **   রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক **   কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেফতার **   ঝংকার সিনেমা হলে যাচ্ছেন আদর ও পূজা

চিলমারীতে জমি অধিগ্রহণ না করে সেতু নির্মাণ

এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে অধিগ্রহণ না করেই ব্যক্তি মালিকানা জমির উপর সেতু নির্মাণের অভিযোগ ওঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বিরুদ্ধে। এ ঘটনায় বারবার অভিযোগ করেও সুরাহা হয়নি। সেতু নির্মাণের কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেও লাভ হয়নি জমির মালিকের। জানাগেছে, উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ ২০২৩ সালে শুরু হয়। রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আরডিআইআইপি), আরসিসি গর্ডার ৬৮ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ শুরু করে এলজিইডি। ০৩ কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ পেয়েছে কুড়িগ্রামের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরা ও মেসার্স খাইরুল এন্টারপ্রাইজ। ভুক্তভোগী জমির মালিক রেজাউল করিম অভিযোগ করেন, নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য বেশি হওয়ায় তার জমি পাত্রখাতা মৌজার জেলএল নং- ১৫, দাগ নং- ৩১৩৫Ñএ প্রায় ৯ শতাংশ জমি সেতুর মধ্যে পড়েছে এবং একটি অখন্ড জমি সেতুদ্বারা খন্ডিত হয়েছে। ইতিমধ্যে এই জমির মধ্যে সেতুর পিলারও স্থাপন করা হয়েছে। রেজাউল করিম আরো বলেন, এ নিয়ে সেতু নির্মাণের শুরুতে একাধিকবার কুড়িগ্রাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। সর্বশেষ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলে গত ৩১ জুলাই, ২০২৩খ্রিঃ সালে সহকারী কমিশনার স্বাক্ষরিত একটি চিঠি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার কথা বলেন। এরই পরিপ্রেক্ষিতে সাবেক চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান তদন্ত করেন। তদন্তে তৎকালিন ইউএনও মোঃ মাহবুবুর রহমান, সরকারী খাসভুক্ত জমি হিসেবে তদন্ত রিপোর্ট দেয়। যা মনগড়া বলে দাবি করেন ভুক্তভোগী জমির মালিক। জমির মালিক রেজাউল করিম আরো বলেন, একাধিকবার কুড়িগ্রাম গিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জমি অধিগ্রহণ করে ব্যবস্থা নিবেন বলেও জানান। কিন্তু সেতু নির্মাণ শুরু হলেও তারা এখন পর্যন্ত জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কোনটিই করেননি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফিরোজুর রহমান বলেন, সাবেক ইউএনও স্যার জমির মালিকের সাথে কথা বলে সমাধান করেছেন। এ বিষয়ে স্যারের সাথে কথা বলবো। এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা সাবেক ইউএনও মোঃ মাহবুবুর রহমান জানান, সেতুটি সরকারি জায়গায় করা হচ্ছে। ওই জমির মালিকের রাস্তায় কিছু অংশ পড়েছে এ জন্য তার জমি অধিগ্রহণ করার দরকার পরে না। এ বিষয়ে এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মাসুজ্জামান বলেন, আমি নতুন এসেছি। এ বিষয়ে কিছু জানিনা। বিষয়টি খতিয়ে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )