স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এসএসসি-১৯৯৬ ব্যাচের বন্ধু মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে সাজিদ ক্যান্সারে আক্রান্ত। তার বোন ম্যারো ট্রান্সপ্লাট করতে প্রায় ২৫/৩০ লাখ টাকার প্রয়োজন। ‘এসো বন্ধুত্বের হাত বাড়াই। হাতে হাত রেখে সাজ্জাদের ছেলের পাশে দাঁড়াই’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন ফাউন্ডেশেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ, এম রহিমুজ্জামান সুমন ও তার সহধর্মিনী জেসমিন জামান দেশ ও বিদেশে থাকা ১৯৯৬ ব্যাচের সকল বন্ধু, বিত্তবানদেরকে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন। সাজ্জাদের বিকাশ নম্বর- 01913888853, ব্যাংক একাউন্ট নম্বর- Md. Sazzad Hossain, Sonali Bank PLC, Saving account- 5204301021628. Chilmari branch. Kurigram.
Leave a Reply