এস, এম নুআস: বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্তা ভোজন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কুড়িগ্রামের চিলমারীতে বাংলা ১৪৩১ বর্ষকে বরণ করা নেয়া হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভা যাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পান্তা ভোজন ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পান্তা ভোজন শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
Leave a Reply