স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে ফ্রেন্ডশিপের জনগোষ্ঠির উদ্যোগে দুর্যোগ ঝুকি হ্রাস প্রকল্পের সুচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় চিলমারী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রকল্প সুচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ এর সহযোগিতায় ও ফ্রেন্ডশিপ বাস্তবায়নে কর্মশালায় চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গয়ছল হক মন্ডল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস সরকার,ফ্রেন্ডশিপ রিজিওনাল কো অর্ডিনেটর মোঃ সাখাওয়াত হোসেন, প্রজেক্ট অফিসার শিক্ষা মোঃ গোলাম আজম, সিনিয়ির অফিসার (এমআইএস) আমিরুল ইসলাম, ফিল্ড অপারেশন ম্যানেজার শফিয়ার রহমান প্রমুখ। কর্মশালায় প্রকল্প ইনচর্জ লাবিবুল ইসলাম লাবিব প্রকল্পের পরিচিতি তুলে ধরেন। এসময় চিলমারী ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply