স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে ৩০০পিচ ইয়াবাসহ ২২ বছর বয়সী মিনহাজুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল সন্ধ্যায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনহাজুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ফয়েল পেপারে মোড়ানো ও নীল ছোট পলি প্যাকে রক্ষিত ৩০০পিচ ইয়াবা পাওয়া যায়। আটককৃত মিনহাজুল ইসলাম উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ের বাগান বাড়ি এলাকার আবুল কালামের পুত্র। তিনি দীর্ঘদিন থেকে দাপটের সাথে মাদক ব্যবসা করে আসছিল। প্রতিদিনই তার নেতৃত্ব বসতো মাদকের আসর। স্কুল মাঠসহ আশেপাশে সবসময় বিভিন্ন মোটর সাইকেল আরোহী মাদকসেবীদের আনাগোনায় অতিষ্ট এলাকার মানুষ। কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান বলেন, আটক মিনহাজুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply