স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে সাপ্তাহিক সহযোগী পত্রিকার ৭ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক সহযোগী পত্রিকার ৭ম বর্ষপূর্তি ও ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে পত্রিকাটির কার্যালয়ে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন প্রকাশক ও সম্পাদক সাবেক সাংসদ মোঃ গোলাম হাবিব। নির্বাহী সম্পাদক মোঃ সাওরাত হোসেন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম বাবু, চ্যানেল ৬৯ এর চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক মোঃ ছাবেদ আলী মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রশীদ, দৈনিক প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ জাহানুর রহমান খোকন প্রমুখ। পরে কেক কাটা হয়।
Leave a Reply