স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স প্রকল্পের পরিচিতি সভা লাইট হাউজ কুড়িগ্রাম কার্যালয় অনুষ্ঠিত হয়। লাইট হাউজের নির্বাহী পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, দৈনিক আজকালের খবরের জাকির হোসেন, লাইট হাউজের জেন্ডার এডভাইজার ওয়াহিদা ইয়াসমিন, ডেপুটি ডাইরেক্টর সাদিক আল হায়াত, ডেপুটি ডিরেক্টর আবু সাঈদ, ফাইন্যান্স এডমিন অ্যাসিস্ট্যান্ট জেনিফার জান্নাত এবং প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমূখ বক্তব্য রাখেন। সভায় প্রকল্পের আওতায় চিলমারী, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম সদর ও চর রাজিবপুর উপজেলার উপজেলা কো-অর্ডিনেটরগন উপস্থিত ছিলেন।
ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে প্রকল্পটি কুড়িগ্রাম জেলার পাঁচটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও রাজিবপুর উপজেলায় কিশোর কিশোরীদের উন্নয়ন, গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করবে বলে জানা গেছে।
Leave a Reply