কুড়িগ্রাম প্রতিনিধি: ১৯৭১ সালে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের উলিপুরে ১২জন ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আকস্মিক এ অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আইসিটি বিডি মিসকেস ১/২০২০ এর প্রেক্ষিতে গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হলে তাদের আটক করা হয়। শনিবার রাতে কুড়িগ্রামের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন, উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ ওলামাগঞ্জ গ্রামের তাহের উদ্দিনের পুত্র মাও. আকবর আলী (৯০), গোড়াই কল্যান গ্রামের মতিউল্যাহ’র পুত্র আঃ রহমান (৬২), গোড়াই গ্রামের আঃ জব্বারের পুত্র নুরুল ইসলাম (৬৯), গোড়াই কল্যান পাড়া গ্রামের বছিয়ত উল্যাহর পুত্র সোলায়মান আলী (৭০), গোড়াই কল্যান হাজী পাড়া গ্রামের আফান উল্যাহ ব্যাপারীর পুত্র ওছমান আলী (৭০), শ্যামপুর গ্রামের এরফান উদ্দিন সরকারের পুত্র ইসমাইল হোসেন (৬২), গোড়াই মাষ্টারপাড়া গ্রামের আঃ জব্বারের পুত্র আঃ রহিম (৬৪), গোড়াই মিয়াজীপাড়া গ্রামের ফজল উদ্দিনের পুত্র আঃ কাদের (৬২), মালতিবাড়ি দিগর গ্রামের শমস উদ্দিনের পুত্র শেখ মফিজল হক, অনন্তপুর ডোবারপাড়া গ্রামের ডাঃ নাজিম উদ্দিনে পুত্র মাও. সাইদুর রহমান (৭০), অনন্তপুর সরকারপাড়া গ্রামের আমিন উদ্দিনের পুত্র শাহজাহান আলী (৭০), শ্যামপুর গ্রামের এরফান আলীর পুত্র ইছাহাক আলী (৮০)।
বাইট- উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন : যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আটকের ঘটনার সত্যতা
নিশ্চিত করে বলেন, আটককৃতদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের আদালতে হাজির করার জন্য প্রেরন করা হবে।
Leave a Reply