আজকের তারিখ- Wed-12-11-2025

আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করুন, প্রধান উপদেষ্টাকে রিজভী

রাজশাহী প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এ সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। তিনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। প্রশাসনসহ সবকিছুতে সংস্কার দরকার। কিন্তু এ সংস্কারের নামে কালক্ষেপণ বাদানুবাদ, তর্ক বিতর্ক চললে হবে না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সেদিন কত কথা বলেছে। যে জিয়াউর রহমান খাল কেটে কুমির আনবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেছিল। খাল কেটে কুমির নয়, খাল কেটে যে চাল উৎপাদন হয়েছে, সেটি বিদেশে রপ্তানি করেছিলেন জিয়াউর রহমান। আর আওয়ামী লীগের ৭২ থেকে ৭৫ ছিল ক্ষুধা, দারিদ্র ও দুর্ভিক্ষের ইতিহাস। এখন যে আপনাদের (আওয়ামী লীগ) কীর্তিকলাপ ফাঁস হচ্ছে। সত্যকে তো আর ঢেকে রাখা যায় না। এটা প্রকাশিত হবেই।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন- আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। এ ধরনের কত কথা বলেছিলেন যে আমরা মানুষকে গণতন্ত্র দিয়েছি। কিন্তু আপনি যে কত নিয়েছেন এটা বলেননি। আপনার সময় মা তার সন্তান বিক্রি করেছেন। আপনি মানুষকে ভাতের কথা বলেন? আপনার ভাত, আপনার গণতন্ত্র, আপনার সঙ্গার মধ্যে পড়ে। আপনার গণতন্ত্র হচ্ছে ভোটাররা ভোট দিতে পারে না। এটা যারা বিশ্বাস করে তারা শেখ হাসিনার গণতন্ত্রকে বিশ্বাস করে। দিনের ভোট রাতে হবে এটা হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। শেখ হাসিনার গণতন্ত্র হচ্ছে নির্বাচনের সময় বিরোধীদলের সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে রাখা। বিএনপির চেয়ারপারসনসহ সিনিয়র সব নেতাকর্মীদের জেলে পুরে রেখে তিনি সাত জানুয়ারির নির্বাচন করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রহমান, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন সহ নেতারা। আলোচনা সভার পরে রুহুল কবির রিজভী দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর তিনি দুপুরে নগরীর গোলজারবাগ ঈদগাহ ময়দান, গুড়িপাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )