স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গণতন্ত্রী পার্টি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার রাতে চিলমারী উপজেলাস্থ গণতন্ত্রী পার্টির দলীয় কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। দোয়া মাহফিল শেষে দলটির চিলমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম কালাম, চিলমারী শাখার সাধারণ সম্পাদক মোঃ লিচু মন্ডল, আঃ আজিজ, সুভাষ চন্দ্র শিল, সোহাগ প্রমুখ।
Leave a Reply