স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে কুড়িগ্রামের চিলমারীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, থানাহাট ইউনিয়ন শাখার উদ্যোগে চিলমারী সরকারি কলেজ মাঠে ৮টি দলের খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বালাবাড়ী হাট ফুটবল একাদশ বনাম রমনা ফুটবল একাদশ। খেলায় ১-০ গোলে বালাবাড়ীহাট ফুটবল একাদশ জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, থানাহাট ইউনিয়ন শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদের সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাঈদ হোসেন আনছারী ও সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
Leave a Reply