স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে মোঃ মতিয়ার রহমান (৪২) নামে হত্যাচেষ্টা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার রমনা ইউনিয়নের তেলীপাড়া পাঁচগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতার মতিয়ার রহমানকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
চিলমারী থানার সাব-ইন্সপেক্টর ইসমাইল হোসেন গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। মামলা সুত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জের ধরে তেলীপাড়া পাঁচগ্রামের শওকত আলীসহ অজ্ঞাত ৫/৬জন চাইনিস কুড়াল দিয়ে একই গ্রামের শফিকুল ইসলাম ছক্কু নামে এক ব্যবসায়ীকে মারাত্মক জখম করে। এ ঘটনায় গুরুতর আহত ছক্কুর পরিবার গত ১ আগষ্ট চিলমারী থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। রোববার দিবাগত রাতে মামলার ৩ নম্বর আসামীকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply