আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের একটি রাস্তার বেহাল অবস্থার কারনে চরম দূর্ভোগে পরেছেন এলাকাবাসী। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ওই ইউনিয়নের মইদাম ভূসিরভিটা এলাকার দলবাড়ি বিল পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে । এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ স্থানীয়দের।
মইদাম ভূসিরভিটা হয়ে দলবাড়ি বিলে যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে তিন ইউনিয়নের হাজারও কৃষক তাদের ফসল আনা-নেয়া করেন। শুকনো মৌসুমে রাস্তাটি কোনো রকম ঠিক থাকলেও বর্ষায় এর করুণ অবস্থা তৈরী হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় শিক্ষার্থীসহ, তিন ইউনিয়নের কৃষক ও স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয় কৃষক ছালাম ও ইমান আলী জানান, দূরের কৃষকরা বিল থেকে ধান আনা-নেয়ার জন্য ট্রলি, ঘোরার গাড়ি, ভ্যান ও অটো ব্যাবহার করেন। এতে বর্ষা মৌসুমে রাস্তায় হাটু সমান কাদা হয়। কাদায় পায়ে হাটাই মুসকিল হয়ে যায়।
স্থানীয় মুসলিম আনিস জানান, এই রাস্তার শেষ মাথায় বিলের কাছে আমাদের বাড়ি অতিরিক্ত কাদার কারনে বাড়ি থেকে বের হতে পারি না। বৃষ্টি হলে রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায় বাচ্চারা স্কুলে যেতে পারে না। প্রতিদিন বৃষ্টির পানিতে চলাচলের কারনে ছেলে মেয়েদের পায়ে ঘা হয়ে গেছে।
এলাকাবাসী দাবি, তিন ইউনিয়নের মানুষের কৃষি কাজের সুবিধা, ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও এলকাবাসীর চলাচলের সুবিধার জন্য রাস্তাটি পাকা করা অত্যন্ত জরুরী। রাস্তাটি পাকা হলে আমরা দীর্ঘদিনের দূর্ভোগ থেকে মুক্তি পাবো।
পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুব বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মইদাম ভূসিরভিটা থেকে ঝুকিয়া বিলের দিকে যাওয়ার কাঁচা রাস্তার অবস্থা খুবই খারাপ। এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নাই। দূরবর্তী হওয়ায় তিনটি ইউনিয়নের মানুষ তাদের ফসলি জমির কৃষিপণ্য এই রাস্তায় ট্রলি, ঘোড়ার গাড়ি, ভ্যান ও অটোতে করে আনা-নেয়া করেন। রাস্তাটি সিসিকরন বা হিয়ারিং করা হয় অথবা পাকা করতে পারলে ওই এলাকার মানুষের জন্য সুবিধা হবে। তিনি উপজেলা প্রশাসনের কাছে রাস্তাটির ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বলেন, রাস্তাটি এলজিইডির আওতাভূক্ত নয়। আবেদনের প্রেক্ষিতে রাস্তাটি আইডি ভূক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply