যুগের খবর ডেস্ক: রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ১টার দিকে উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই ফিরোজ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে আমাদের কাছে দুর্ঘটনার খবর আসে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply