আজকের তারিখ- Sun-28-04-2024
 **   রমনা মডেল ইউনয়নের ৪নম্বর ওয়ার্ডের নির্বাচন সম্পন্ন **   চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায় **   দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর **   ‘আমার শরীর নিয়ে আমি গর্বিত’ **   কুড়িগ্রামে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার **   নাগেশ্বরীতে হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ **   রাজারহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান **   ভূরুঙ্গামারীতে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় **   চিলমারীতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় **   রবিবার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

চিলমারীর মাঝি, কুলি-শ্রমিকদের দুর্দিন

এস, এম নুআস: করোনায় আটকে গেছে নৌকা বন্ধ হয়ে গেছে জেলে, মাঝি ও কুলি-শ্রমিকদের আয়ের উৎস। জনজীবন থামিয়ে দিয়েছে করোনা। করোনা ভাইরাসের থাবায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। থেমে গেছে শ্রমিক, কুলি, মাঝি ও জেলেদের চলার গতি। করোনা থামিয়ে দিয়েছে রোজগাছের পথগুলো। ওদের মুখ এখন হয়ে গেছে মলিন ঝড়ছে চোখের জল। বাড়ছে পেটের খিদা। পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন যাপন করছে কুড়িগ্রামের চিলমারীর ঘাটের কুলি, মাঝিসহ শ্রমিকরা। দিনের পর দিন বাড়ছে করোনার আতঙ্ক সেই সাথে কুলি, মাঝিদের কষ্ট বেড়েই চলছে। ত্রাণ বিতরন শুরু হলেও এখনো তাদের ভাগ্যে জোটেনি একমুঠো চাল।
জানা গেছে, সারাবিশ্ব এখন করোনা ভাইরাসের ভয়ে আতঙ্ক। একের পর এক শহর হচ্ছে লগডাউন। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। ফাঁকা হয়ে যাচ্ছে শহরগুলো। গ্রামের রাস্তাগুলোও এখন ফাঁকা। সারাদেশের ন্যায় চিলমারীর বাজারগুলোতে নজর রেখেছে প্রশাসন। প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সব বন্ধ করে দেয়া হয়েছে যদিও হাট বাজারে ভিড় বেড়েই চলছে। তবে রাস্তাঘাট প্রায় ফাঁকা। খুব প্রয়োজন ছাড়া ছেড়ে যাচ্ছেনা নৌকা। উপজেলার রমনা ঘাট প্রায় মানুষ শুন্য হয়ে পড়েছে। মালামাল উঠানামাও বন্ধ হয়ে গেছে প্রায়। ঘাটের কুলি, মাঝি ও শ্রমিকরা হাত পা গুটিয়ে বসে অলস সময় পাড় করছে। কাজ না থাকায় বন্ধ হয়ে গেছে তাদের রোজগারের পথ। দিন খেটে খাওয়া এই মানুষগুলো হয়ে পড়েছে অসহায়। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়েই পাড় করছে বিপদের সময়গুলো, করছে মানবেতর জীবন যাপন। কষ্টে থাকা মানুষগুলো করোনার ভয় উপেক্ষা করে কাজের সন্ধানে ঘাটে আসলেও কাজ না থাকায় বসেই একে অপরের সাথে ভাগাভাগি করছে দুঃখ কষ্টের কথাগুলো। কথা হয় ঘাটের কুলি মুকুল, শাহজামালের সাথে কথা বলতেই বেড়িয়ে আসে চোখের পানি। চোখের পানি মুছতে মুছতে বলেন বাবারে কি কইম ভাইরাসের ভয়ে সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে হামার কামাই। হামরা দিন আনি দিন খাই এহন কাজ বন্ধ কি যে কষ্টে আছি। নৌকার মাঝি ওবাইদুল বলেন নৌকা চলে না সাথে হামারও জীবন চলছে না বড় কষ্টে আছি ভাই। কুলি, মাঝি ও ঘাটের শ্রমিকরা কষ্টে দিন পাড় করছেন তা স্বীকার করে চিলমারী নদী বন্দর নৌকা শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম লিপু বলেন এখানে প্রায় শতাধিক কুলি, মাঝিসহ শ্রমিকরা কাজ করেন তারা দিনে যা রোজগার করে তা দিয়েই সংসার চলে না এখন তো কাজ বন্ধ তাহলে বুঝে নেন কি কষ্টে আছে তারা। তিনি আরো জানান এই শ্রমিকরা প্রায় ২সপ্তাহ থেকে কষ্টে দিনাপাত করলেও এখন পর্যন্ত সরকার কিংবা বে-সরকারীভাবে কোন সাহায্য তাদের দেয়া হয়নি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ, ডবিøউ, এম রায়হান শাহ্ বলেন ইউপি চেয়ারম্যানগণ তালিকা করছে তালিকা অনুযায়ী সকলকে ত্রাণ দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )