স্টাফ রিপোর্টার: সারাবিশ্বের মত বাংলাদেশেও করোনা ভাইরাস চিহ্নিত হওয়ায় পর থেকে সবুজপাড়া পাঠাগার করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার সবুজপাড়ার বিভিন্ন স্থানে গরীব অসহায় মানুষের মধ্যে ১০০ মাস্ক বিতরণ করে সবুজপাড়া পাঠাগার। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি সবুজপাড়া পাঠাগারকে সার্বিক সহায়তা করেন।
উল্লেখ্য, সবুজপাড়া পাঠাগারের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে দেখা করতে গেলে তিনি সবুজপাড়া পাঠাগারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং করোনার বিস্তার রোধে সবুজপাড়া পাঠাগারের সকল ধরনের কাজে পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি সবুজপাড়া পাঠাগারকে ১০০ মাস্ক দিয়ে সহায়তা করেন।
সবুজপাড়া পাঠাগারের সভাপতি মোঃ আরাফাত হোসেন আরমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে আমরা নিজেদের সামাজিক দ্বায়বদ্ধতা থেকে করোনার বিস্তার রোধে কাজ করে যাচ্ছি। করোনা রোধে আমরা নানা ধরনের পদক্ষেপ গ্রহন করছি যার মাধ্যমে আমরা সকলকে সাথে নিয়ে করোনার বিস্তার রুখে দিতে পারব ইনশাআল্লাহ্।
তিনি আরও জানান, তারা জীবাণুনাশক ছিটানোর পাশাপাশি লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিংসহ যেসকল কার্যক্রম পরিচালনা করে আসছেন তা অব্যাহত থাকবে। এছাড়াও তিনি সবুজপাড়া পাঠাগারের পক্ষ থেকে সকলকে ঘরে থাকার পরামর্শ দেন এবং সরকারের সকল নিয়ম নীতি মেনে চলতে অনুরোধ করেন।
Leave a Reply