আজকের তারিখ- Sat-06-12-2025

বিএনপির সংবাদ সম্মেলন বিজয়ের মাসে দেশজুড়ে ১৬ দিনব্যাপী বিজয়ের মশালযাত্রা কর্মসূচির ঘোষণা

যুগের খবর ডেস্ক: মহান বিজয়ের মাস উপলক্ষে সারাদেশে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করবে বিএনপি। এর অংশ হিসেবে দেশজুড়ে মশালযাত্রা কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। ‘বিজয়ের মাসে বিজয়ের মশাল’ শীর্ষক মশালযাত্রা কর্মসূচিটি চট্টগ্রামের কালুরঘাট থেকে শুরু হবে।

শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র সমুন্নত রেখে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়ে তুলতে আয়োজন করা হচ্ছে ১৬ দিনব্যাপী মশালযাত্রা। এই কর্মসূচিতে অংশ নেবেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যেরা।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ আরো বর্ণিল আনন্দময় এবং অর্থবহ করতে এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে আলোচনাসভা ও বিজয়ের রোড শোসহ মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো।”

তিনি বলেন, “আমরা মনে করি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দেশের স্বাধীনতা অর্জনের আর ২০২৪ হলো দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার।”

১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পতনের পর গণতন্ত্র পুনরুদ্ধারে চট্টগ্রাম থেকে মশালযাত্রা শুরু হবে। এতে হাজারো মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
১৬ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা। মশাল মিছিলটি কালুরঘাট থেকে যাত্রা শুরু করে একই দিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পৌঁছবে। বিজয় মিছিলের মশাল বহন করবেন ১৯৭১ সালের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের একজন জুলাইযোদ্ধা।

সেখান থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। ২ ডিসেম্বর কুমিল্লায় মশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে ব্রাক্ষ্মণবাড়িয়া ও হবিগঞ্জ হয়ে মশাল যাত্রা যাবে সিলেটে। ৪ ডিসেম্বর সিলেটে জনসমাবেশ হবে। সেখান থেকে মশাল যাত্রা যাবে কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহে। ৬ ডিসেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত হবে বিজয়ের মশাল সমাবেশ। ময়মনসিংহ থেকে মশাল যাত্রা যাবে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায়। ৮ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠিত হবে বিজয়ের মশাল সমাবেশ। সেখান থেকে মশালযাত্রা গাইবান্ধা হয়ে রংপুর যাবে। ৯ ডিসেম্বর রংপুরে বিজয় মশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে মশাল যাত্রা নওগাঁ হয়ে রাজশাহীতে পৌঁছাবে। ১০ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ আয়োজন করা হবে। সেখান থেকে মশালযাত্রা কুষ্টিয়া ও ঝিনাইদহ হয়ে খুলনায় যাবে।

১২ ডিসেম্বর খুলনায় সমাবেশ হবে। সেখানে কর্মসূচি শেষে ১৩ ডিসেম্বর বাগেরহাট-পিরোজপুর-ঝালকাঠি হয়ে বিজয়ের মশাল যাবে বরিশাল। বরিশালে অনুষ্ঠিত হবে মশাল সমাবেশ। বরিশাল থেকে মাদারীপুর হয়ে ১৪ ডিসেম্বর ফরিদপুর পৌঁছাবে মশালযাত্রা। ফরিদপুরে অনুষ্ঠিত হবে মশাল সমাবেশ। সেখান থেকে মশাল যাত্রার সর্বশেষ গন্তব্য রাজধানী ঢাকা। মশালযাত্রা ফরিদপুরের ভাঙ্গা-মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ হয়ে শেষ হবে রাজধানী ঢাকায়। ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল মশাল সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে বিজয়ের মশাল যাত্রা কর্মসূচি।

প্রতিটি বিভাগে মশাল বহন করবেন সংশ্লিষ্ট বিভাগের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন জুলাইযোদ্ধা। এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান পরিদর্শন, জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধের গান, দেশাত্মবোধক গান পরিবেশন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের নির্বাচিত অংশ প্রচার, জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শিত হবে। একই সঙ্গে জনগণের সামনে তুলে ধরা হবে একটি নিরাপদ, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে  বিএনপির ৩১ দফা কর্মসূচি। এই পুরো আয়োজনে থাকবে বিএনপির থিম সং, ‘সবার আগে বাংলাদেশ।’

সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, “১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত লাখো মানুষ শহীদ হয়েছে। লাখো প্রাণের বিনিময়ে ৭১-এর স্বাধীন বাংলাদেশ, ৭৫-এর ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী তাঁবেদারমুক্ত বাংলাদেশ, ৯০-এর স্বৈরাচারবিরোধী বাংলাদেশ এবং ২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের এমন প্রতিটি বাঁকে এত মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিলেন? কী ছিল শহীদদের স্বপ্ন? এবারের বিজয় দিবসের প্রত্যয় হোক শহীদদের সেই স্বপ্ন পূরণের বাংলাদেশ। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের জন্য আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের সামনে এক বিশাল সুযোগ।”

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )