বিনোদন ডেস্ক: আশির দশকে ‘চাকবুম চাকবুম চাঁদনী রাতে কিছু বলবো তোমায় চোখের ভাষায়…’ এফ কবীর চৌধুরী পরিচালিত‘আবে হায়াত’ ছবির এই গানটি শুনেন নি এমন শ্রোতার সংখ্যা খুবই নগন্য। রোমান্টিক ধাঁচের চটুল এই গানটির গীতিকার একজন নারী। পরবর্তীতে যিনি একজন সফল অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। বলছি জাহানার ভূইয়ার কথা।
জাহানারা ভূঁইয়া। চলচ্চিত্রের সবার প্রিয় ভাবি। তবে এ পরিচয়ের বাইরেও রয়েছে তার স্বতন্ত্র্য ব্যক্তির পরিচয়। তিনি একাধারে গুণী গীতিকার, পরিচালক ও প্রযোজক। প্রয়াত পরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার স্ত্রী। প্রয়াত নির্মাতা আজীজ আহমেদ বাবুলের বোন। তিন শত ছবিতে চরিত্র অভিনেত্রী হিসেবে কাজ করা জানারার আজ ৬৫তম জন্মদিন। তবে নিজের জন্মদিনে ঘরে বসে বাংলা নববর্ষ উদযাপনে উৎসাহ ও শুভেচ্ছা জানিয়েছেন।
২০০৫ সাল থেকে আমারিকা প্রবাসী এই অভিনেত্রী বর্তমানে ছেলের কাছে থাকছেন। সেখান থেকেই ছোট ভাই সিনেমা হল ব্যবসায়ী মানজুর এলাহীর কাছে মুঠোফোনে দেশবাসী ও ভক্তদের নিজের জন্মদিনে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি নিজের অসুস্থ অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, জাহানারা ভূঁইয়ার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে গীতিকার হিসেবে। স্বামী চিত্র পরিচালক সিরাজুল ইসলামের ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন। আশির দশকে ‘সৎমা’ ছবিতে খলনায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ের খাতায় নাম লেখান তিনি। ‘সিঁদুর নিওনা মুছে’ তার পরিচালিত ছবি। তবে সেটি মুক্তি পায় নি।
Leave a Reply