উলিপুর প্রতিনিধি: প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি। এ প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
উলিপুর প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার সহযোগিতায় বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় একটি রেলি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহেব লাল রবিদাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মানসী স্বাস্থ্য ও মনো সামাজিক সহায়তা অফিসার, কনা সরকার, রিহ্যাবিলিটেশন অফিসার আফরোজা আক্তার, এ এফ ডি’র সাদিয়া আনসারী, সহকারী সমাজসেবা অফিসার এনামুল হক সরকার, মরিয়ম চক্ষু হাসপাতালের কর্মকর্তা ফয়জুর রহমান, ই এস ডি ও’র উপজেলা কো অর্ডিনেটর মৃত্যুঞ্জয় রায়, উলিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি বিপ্লব মিয়া ও শাহানারা আক্তার সহ আরো অনেকে।
অনুষ্ঠানটিতে উপজেলার সকল ইউনিয়ন থেকে কয়েক শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে ৫০জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়।








Leave a Reply